রিয়াজুল আলম: ফটিকছড়ি টু ভূজপুর কাজিরহাট হেঁয়াকো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ ( সোমবার) সকালে ফটিকছড়ি থেকে কাজিরহাট আসার সময় হাফেজ নগর এর উত্তর পাশে ফকিরাচান এলাকার মাদার্শায় বেইলি ব্রিজটি ভেঙ্গে গিয়ে ১ টি ট্রাক আটকে পড়ে। সাময়িকভাবে ফটিকছড়ি কাজিরহাট হেঁয়াকো রোডে যান চলাচল বিচ্ছিন্ন হয় যায়।
ফলে উক্ত সড়কে হাজার হাজার চলাচলকারি যাত্রী ও গাড়ি চালক দুর্ভোগ পোহাতে হচ্ছে।লাইনে আটকে পড়তে দেখা যায় শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি।