আবু জাফর রেহমান: সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ, ফটিকছড়ি শাখার শিক্ষা সফর গত ১৪, ফেব্রুয়ারি ২০২০ তারিখ শুক্রবার অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয়।
এ বারের পিকনিক স্পট নির্ধারণ হয়েছে পাহাড়,ঝর্ণা ও প্রকৃতির অপূর্ব লীলাভুমি, উপজাতি জীবন ধারায় বাঙালিদের ও সমন্বিত মেলবন্দনে গড়ে ওঠা একটি আধুনিক জনপদ খাগড়াছড়ি। পুরো ফটিকছড়ির থেকে সহকারী শিক্ষক সমাজের ব্যানারে চারটি বাসে প্রায় দুই শতাধিক শিক্ষক এতে অংশ নেন। সকাল আটটা নাগাদ দঃফটিকছড়ির একটি বাস, নাজির হাট থেকে একটি, ফটিকছড়ির মনিরা কমিউনিটি সেন্টার থেকে একটি সহ মোট তিনটি বাস মনিরা কমিউনিটি সেন্টার থেকে আটটা নাগাদ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয়,।উত্তর ফটিকছড়ির ভুজপুর, নারায়নহা,দাতমারা হেয়াকো থেকে শিক্ষকদের আরো একটি বাস জালিয়াপাড়া এসে যোগ দেন। সেখানে হালকা জল যোগ করে চার বাস শিক্ষক ১০.৩০ নাগাদ খাগড়াছড়ি আলুটিলা পর্টযনকেন্দ্রে পৌছান।সেখানকার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে দুপুর ১২টা নাগাদ খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে পৌছান।
জুমার নামাজ ও লাঞ্চ সেড়ে শিক্ষক বৃন্দ, পার্কে ও আশে পাশের পর্যটন স্পট পরিদর্শন করে একটি রেফেল ড্র তে অংশ নেন।
সহকারী শিক্ষক সমাজের ফটিকছড়ি শাখার সভাপতি আজিম উদ্দীন ও সাঃসম্পাদক জে, এম তাওহীদ হোসেনের পরিচালনায় সফরে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার নাসির উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার বসির আহমেদ সরকার, সাজেদা আনোয়ার ফাউন্ডেসানের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেন, ব্যবসায়ী মূছা,শিক্ষক নেতা মোঃহাশেম, এম এম আবু জাফর, সৈয়দ মো এনাম, দিদারুল আলম, কামরুল হাসান সিকদার, লোকমান হোসেন, আমানু ।