এম হোসাইন: মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যায়লের রায়পুর গ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৩ নং লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী (শাহীন)’র গঠিত ত্রাণ তহবিলে নিকট নগদ ৪৫,০০০ টাকার অনুদান প্রদান করেছেন।আজ সোমবার সকাল ১১ টায় চেয়ারম্যান মহোদয়ের বাসভবনে এই অনুদান হস্তান্তর করা হয়।করোনা ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে আপদকালীন মুহুর্তে অসহায় মানুষের সহায়তা প্রদানের লক্ষে চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে ত্রাণ তহবিল গঠন করা হয়।ইতোমধ্যে বিভিন্নভাবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গঠিত তহবিলে অনুদান প্রদান করা হয়েছে।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী এবং তহবিল গঠন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ আনোয়ার হোসাইন, শরীফ উদ্দীন, এম এম হাসান চৌধুরী, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম রনি, মোহাম্মদ সেলিম (মিলন), আবু নাইম সুমন, মোজাম্মেল হোসেন,এম হোসাইন, মোহাম্মদ জাবেদ উদ্দীন প্রমূখ।
চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন অনুদান গ্রহণ করে বলেন, লেলাংয়ের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় আমাদের মানবিক কাজ করার ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করছে। আমাদের গঠিত তহবিলে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তহবিল গঠন বিষয়ে জানতে চাইলে প্রধান সমন্বয়ক আনোয়ার হোসাইন বলেন, মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের রায়পুর গ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতার ফলে এধরনের কর্মকাণ্ডে আমরা অবদান রাখতে পেরেছি।এজন্যে সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।