পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সমগ্র দেশবাসীবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম ফটটিকছড়ি উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়ন ছাত্র লীগের সম্মানীত সভাপতি
মো মন্জুরুল ইসলাম বাপ্পা
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন,
ত্যাগ-কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে এসেছেন।
ত্যাগ ঈদুল আযহার মূল প্রেরণা মূল বিষয়বস্তু ও একটি প্রেরনা।
এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত হয়ে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভ্রতৃত্ব সৃষ্টিতে অনুপ্রেরণা যোগায়।
ধনী-গরীব, সামাজিক বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। করোনার এসময় ঈদের আনন্দ ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত হোক।
এই কামনায় দেশ এবং প্রবাসে অবস্থানরত সকলের তরে রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
।
সকলকে সুস্থ ও নিরাপদে থাকুন
শুভেচ্ছান্তে-
মন্জুরুল ইসলাম বাপ্পু
সভাপতি
৪নং ভূজপুর ইউনিয়ন ছাত্রলীগ