ঈদ শুভেচ্ছা বার্তা
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সমগ্র দেশবাসী সহ ফটিকছড়িবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর সম্মানিত চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
মাননীয় সাংসদ বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ উল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।
তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।
সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই পবিত্র ঈদ উল আজহা সমাগত। ঈদ যাত্রায় যেন মহামারি করোনা ছড়িয়ে না পড়ে সে জন্য সবাইকে সচেতন থাকতে অনুরোধ করেন।
একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের জামাতে মসজিদে শুধু মাত্র যায়নামাজ ছাড়া হাতে কোন থলিয়া বা ব্যাগ নিয়ে যাওয়া যাবেনা এবং অপরিচিত কোন ব্যাক্তি মসজিদে ঢুকতে চাইলে ধরে পুলিশের হাতে হস্তান্তর করার জন্য ফটিকছড়িবাসী সহ সকলের প্রতি আহ্বান জানান।
মাননীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকেপের মধ্যেই পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পবিত্র মুহূর্তে একটাই প্রার্থনা মহান আল্লহপাক যেন আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষা করেন। আমিন।