সীরাত মঞ্জুর, নিজস্ব সংবাদাতা: ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অভিযান করে দুইটি ড্রেজার মেশিন ও বালু জব্দ করে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর উপজেলার পাইন্দং ইউপির বেড়াজালি ধুরুং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জিসান বিন মাজেদ।
বেড়াজালি এলাকার ধুরং খালের থেকে অবৈধভাবে বালু তোলার সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০০০০ টাকা জরিমানা করা হয় এবং দুইটি ড্রেজার মেশিন ও জব্দকৃত বালু বাজেয়াপ্ত করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জিসান বিন মাজেদ দৈনিক ফটিকছড়িকে বলেন – বেড়াজালি থেকে বারবার অবৈধ বালু উত্তোলনের অভিযোগ আসলে, আমি আজ পুলিশ নিয়ে শেতকুয়া এবং বেড়াজালি এলাকায় অভিযান পরিচালনা করে বেড়াজালি ধুরুং খাল থেকে দুইটি ড্রেজার মেশিন পাইপসহ জব্দ করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করি। পরবর্তিতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।