ফোরকান মাহমুদ ওমান থেকে।। মহামারি করোনাভাইরাসের কারনে গত (১৭মার্চ) থেকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের নিয়মিত আন্তজাতিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
ওমানের ইংরেজি দৈনিক টাইম,স অব ওমান বলেন আগামী (১অক্টোবর) থেকে নিয়মিত আন্তজাতিক ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ হামাউদ বিন ফয়সাল আল বুসাইদীর সভাপতিত্বে ফ্লাইট পরিচালনা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটি বলেছে, নির্দিষ্ট গন্তব্যগুলির স্বাস্থ্যের তথ্য অনুসারে এবং অন্যান্য এয়ারলাইন্সের সাথে দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে এই বিমানগুলি নির্ধারিত হবে।”
করোনভাইরাস মহামারীর বিকাশ এবং এর বিস্তার রোধের উপায় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।