সীরাত মঞ্জুর, নিজস্ব প্রতিনিধি: করোনা মহামারির কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর ফটিকছড়ির সাহিত্য প্রেমীদের সংগঠন ফটিকছড়ি সাহিত্য পরিষদ (ফসাপ) এর মাসিক নিয়মিত সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ির জাফতনগরস্থ মোহাম্মদ তকিরহাট অভিযাত্রিক পরিষদে সাহিত্য আড্ডাটি অনুষ্ঠিত হয়।
শাহাবুদ্দিন রকির সঞ্চালনায় সংগঠনটির সভাপতি ছড়াকার সাজেদুল করিম ভূইঁয়ার সভাপতিত্বে এতে অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ফসাপ এর প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক এমরা ফরহাদ, ইসলামিক কলামিস্ট মাওঃ দৌলত আলী খান, লেখক ও চিত্রশিল্পী শাবলু বড়ুয়া, সংগঠক জাকারিয়া ঝিকু, অভিযাত্রিক পরিষদের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, লেখক আবুল মনসুর, সাংবাকিদ নাছির উদ্দিন, ওবাদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত প্রমুখ।
আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন, সালা উদ্দিন জিকু, শাহ নেওয়াজ, সীরাত মঞ্জুর, রিজভীসহ অনেকে।
আড্ডায় অতিথিরা সাহিত্য চর্চার গুরুত্ব, বইপড়া, লেখালেখিসহ বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
পরিশেষে সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক সালাহ উদ্দিন জিকুর সমাপনী কথার মাধ্যমে আড্ডাটি শেষ হয়।