এম হোসাইন: ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীট শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পাঠদান কার্যক্রম পরিচালনা করার অনুমতি প্রাপ্তিতে বিশেষ অবদান রাখায় ১৩ নং লেলাং ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন কে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।আজ ১২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় তাঁর (চেয়ারম্যান শাহীন) বাসভবনে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় ইউপি সদস্য (৬নং ওয়ার্ড) মোহাম্মদ আইয়ুব,সমাজপতি খোরশেদুল আলম,মাহাবুবুল আলম,আমির হোসেন,আব্দুল মান্নান, আব্দুল মোনাফ, মোহাম্মদ ইসহাক,মোহাম্মদ দুলাল,আলমগীর তালুকদার, আবুল কালাম
তৈয়ব আলী, মোহাম্মদ ইউছুফ সহ ওয়ার্ডের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক প্রদান মুহুর্তে চেয়ারম্যান শাহীন এর উদ্দেশ্য করে সংক্ষিপ্ত বক্তব্যে ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুব বলেন, আপনার দক্ষ বিদ্যালয় পরিচালনা ও আন্তরিক প্রচেষ্টার ফলে আমাদের বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পাঠদানের অনুমতি প্রাপ্তির মতো ব্যাপক সাফল্য অর্জন করেছে।এজন্য তিনি তার বক্তব্যে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহীনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন বলেন, বিদ্যলয়ের অব্যাহত সাফল্য ও অর্জিত সুনাম অক্ষুন্ন রেখে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে ।তিনি বলেন, আমাদের বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পাঠদানে অনুমতি প্রাপ্তির এই অর্জন সকলের আন্তরিক সহযোগিতার ফসল।তাই তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।