দৈনিক ফটিকছড়ি ডেস্ক: চট্টগ্রাম এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন’র দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন সোমবার ( ১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে (২০২০-২০২২) সেসনের জন্য সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে ফটিকছড়ি ৭নং কাঞ্চন নগরের সন্তান বিকাশ কান্তি মহাজন।
বিকাশ কান্তি মহাজন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে জয়লাভ করে বিকাশ জানান, এসোসিয়েশনের সদস্যরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করে যে ভালোবাসা ও দায়িত্ব তাকে দিয়েছেন তার মর্যাদা তিনি রক্ষা করবেন। সংগঠন ও সদস্যদের স্বার্থে তিনি কাজ করে যাবেন। তিনি সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে বিকাশ চট্টগ্রাম এডভোকেট ক্লার্ক এসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিকাশ কান্তি মহাজন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবি আলহাজ্ব মোঃ ইলিয়াছ এর সহকারি হিসেবে কর্মরত আছেন।
চট্টগ্রাম এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন নির্বাচন ২০২০-২০২২: সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায়
কাঞ্চন নগরবাসী ও কাঞ্চন নগর সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।