এম হোসাইন: ফটিকছড়ি মাইজভান্ডার আমতলী সর্বস্তরের জন সাধারণের উদ্যোগে দেশব্যাপী চলমান নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র জনতা সহ এলাকার সর্বস্তরের সর্বসাধারণ উপস্থিত হয়েছেন। অংশগ্রহণকারীরা ধর্ষকদের শাস্তি এবং চলমান সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন লেখনীতে ফেস্টুন, ব্যানার সহ বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, দেশে ব্যাপকহারে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে।এভাবে চলতে থাকলে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে অপরাধের পুনরাবৃত্তি ঘটবে।এজন্যে এসব অপরাধে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে এবং নারীদের নিরাপত্তা রক্ষায় সরকার ও সংশ্লিষ্টদের আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।অপরাধীদের সামাজিকভাবে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান বক্তারা।
নূর কিবরিয়ার সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য যুবলীগ নেতা রেজাউল করিম রুবেল,আমতলী এন.কে ফার্মেসীর সত্ত্বাধিকারী বিশিষ্ট্য সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মামুন সরওয়ার।নানুপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী সালাহ উদ্দিন,মাইজভান্ডার জনকল্যাণ সমিতি কিশোর দলের সাবেক সভাপতি আহমেদ উল্লাহ বাবলু,ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আসিফ,উপ ক্রীড়া সম্পাদক খালেদ মারুফ,মমতা সংঘের সাধারণ সম্পাদক তাসকিন আনোয়ার, ক্রীড়া সম্পাদক তারেকুল ইসলাম,নানুপুর লায়লা কবির কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমরান,সাকিল প্রমুখ।
এইছাড়াও নানুপুর ইউনিয়ন উপনির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সফিউল আজম,জয়নাল আবেদিন,জনাব সাবের চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সামাজিক সংগঠনের সদস্যরা কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।।