রশিদুল ইসলাম রানা: ফটিকছড়ি উপজেলার কানঞ্চনগর ইউপির পল্লান পাড়ার ধুরুং খালে অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২১অক্টোবর) অভিযানটি পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন। এ সময় বালু তোলার একটি ড্রেজার ও পাইপসহ কয়েকহাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, দীর্ঘদিন ধরে ফটিকছড়ি বিভিন্ন খাল থেকে কিছু অসাধু ব্যক্তি প্রশাসনকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে আসছিল।আমারা আমাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গতকাল (২১অক্টোবর) কাঞ্চননগর ৩নং ওয়ার্ডস্থ পাল্লান পাড়া ধুরুং খালে অভিযানে চালায়। ঘটনাস্থলে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে পাওয়া যায় নি।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় বালি উত্তোলনের মেশিন ও কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
এ অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতি মধ্যে ফটিকছড়ি বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহিত রেখেছি।
তিনি আরো বলেন,জব্দ করা বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন পরবর্তীতে বিধি মোতাবেক নিলাম করে নিলামের টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।