মোঃ ইউসুফ হোসেন : ফটিকছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের চৌমুহনী বাজারের পশ্চিম পার্শ্বে রাস্তার পাশ থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সোমবার (৯ নভেম্বর) সকাল রাস্তার পাশে অজ্ঞাত একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) রবিউল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।এখনও লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি,পরবর্তী অাইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।