রশিদুল ইসলাম রানাঃ রক্তদানের উপকারীতা ও মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য ছাদেক নগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্দ্যেগে, CTG BLOOD BANK ও ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবের সার্বিক সহযোগীতায়
ছাদেক নগর বায়তুশ শরফ মাদ্রাসা কমপ্লেক্স মাঠে, মঙ্গলবার (২৪নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছাদেক নগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার এই অনুষ্ঠানের উদ্দ্যেক্তা তানজিল চৌঃ উপস্থিতে ইঞ্জিনিয়ার এম, ফাহিম সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ নেওয়াজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা মেজবাহ সিকদার, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি জামালউদ্দিন, সুজা উদ্দীন, সেলিম আনোয়ার চৌধুরী, মামুন চৌধুরী। সার্বিক সহযোগীতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংক ও ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব,র পক্ষ থেকে ইসা রিফাত, আব্দুল্লাহ আইমন চৌধুরি, তাজউদ্দীন, রশিদুল ইসলাম রানা, তায়েরা তারিন, জাহেদ, তানভীর, শেখ রানা ও জুবাইদ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা বলেন, “ছাদেক নগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা যে কাজটি এখানে করে চলছে তা নিঃসন্দেহে মহৎ কাজ ও প্রশংসার দাবিদার। এরকম একটি মহৎ কাজের সাথে আমরা উপস্থিত থেকে সম্পৃক্ত থাকতে পেরে নিজেদের ধন্য মনে করছি। একটি পরিবার যেকোনো সময় বিপর্যয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে যদি কারো রক্তের গ্রুপ জানা থাকে তাহলে সে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। যদি পরিবারের বিপর্যয় মুহূর্তে কারো রক্তের গ্রুপ জানা না থাকে সেই মুহূর্তে রক্তের গ্রুপ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য একটু সময় দরকার হয় ততক্ষণে যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই রক্তের গ্রুপ জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এতে ৪০০জন লোকের বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও ৫০০জন লোকের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।