নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর থানাধীন দাঁতমারা থেকে ২১৫ পিস ইয়াবাসহ তানভির হোসেন ফারুক (২২) নামের এক যুবককে আটক করেছে পুশিল।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চলমান মাদক বিরেধী অভিযান পরিচালনা করে দাতঁমারা ইউপির হোসেনেরখিল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ পরিদর্শক মোঃ সোহরাওয়ার্দী সরওয়ারসহ সঙ্গীয় অফিসার ফোর্স।
আটককৃত তানভীর হোসেন ফারুক ভূজপুরের গিলাতলী গ্রামের পিতা তাজুল ইসলামের পুত্র।
তার বিরুদ্ধে ভুুজপুর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ পরিদর্শক সোহরাওয়ার্দী সরওয়ার।
সূত্রে জানা গেছে, দাতঁমারা পুলিশের সাবেক এএস আই দ্বীপক চন্দ্রের সোর্স হিসেবে এলাকায় পরিচিত ফারুক। দ্বীপক চন্দ্রের নাম করে এলাকায় ব্যাপক অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।সোর্স ফারুকের বিরুদ্ধে ভূজপুর থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে।