নিজস্ব প্রতিবেদকঃ ফটিকছড়িতে চলতি আমন মৌসুমে অভ্যন্তরিন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০১ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে, নাজিরহাট খাদ্য গোডাউনে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব।
এসময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেযাম্যান, জেবুন নাহার মুক্তা, উপজেলা কৃষি অফিসার লিটন দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, মুহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মামুনুর রশীদ ও ওবাইদুর রহমান চৌধুরী ও কাউন্সিল মুহাম্মদ রফিকুল আলম। উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা, জয়নাল আবেদীন, মীর মোরশেদ ও আক্কাছ আলী প্রমূখ।
উল্লেখ্যযে চলতিবছর ফটিকছড়িতে সর্বমোট ৭লাখ ৪১হাজার মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্য থেকে আতপ চালের লক্ষ্যমাত্রা ৩লক্ষ ৭৫হাজার মে.টন ও সিদ্ধ চাল ৭লক্ষ ২১হাজার মে.টন। ক্রয় মূল্য ধরা হয়েছে- ধান- ২৬টাকা, আতপ চাল ৩৬টাকা, সিদ্ধ চাল ৩৭টাকা।
অভ্যন্তরীন আমন ধান চাল সংগ্রহ ২০২০-২১ সংগ্রহের আগামী ২৮ ফেব্রোয়ারী পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।