এম হোসাইন: ফটিকছড়ি লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের বাসিন্দা আবুল কাশেম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। তার চিকিৎসা খরচের জন্য লেলাং ক্বওমী ওলামা পরিষদের পক্ষ থেকে নগদ ২৫,০০০ (পঁচিশ হাজার ) টাকা প্রদান করেছেন। ২রা ডিসেম্বর তার (আবুল কাশেম) বাসভবনে অত্র পরিষদের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
নগদ অর্থ সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন লেলাং ক্বওমী ওলামা পরিষদের শুরা সদস্য মাওলানা ওসমান, মুফতি মাওলানা এনামুল হাসান, মাওলানা এমাদাদ উল্লাহ , ক্বারী শোয়াইব, মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা মঈনুদ্দিন, মোহাম্মদ ওসমান সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। পরে রোগাক্রান্ত আবুল কাশেমের সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।