মিজানুর রহমান মুন্না: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং নবগঠিত ২০২০-২১সেশনের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ৪নভেম্বর শুক্রবার সকালে সমিতিরহাট বাজারস্থ আজিজিয়া আ’লা হযরত (রহঃ) ইসলামী পাঠাগারে অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা মুহাম্মদ ফরহাদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি জননেতা মাষ্টার খোরশেদুল আলম,প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি ছাত্রনেতা এরশাদ চৌধুরী। মুহাম্মদ মিজানুর রহমান মুন্না’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, মাওলানা সৈয়দ আবদুর রহিম, যুবসেনা সমিতিরহাট ইউনিয়ন সভাপতি তারেক আলম,হাসান উদ্দীন কুতুবী প্রমুখ
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আলাউদ্দীন, জামশেদুর রহমান,ওমর ফারুক, নাহিদুল ইসলাম, নওশাদুল আলম, গাজী আলী নয়ন, মিছবাহ উদ্দীন, হান্নান শাহ্, জয়নাল আবেদীন, আশরাফুল ইসলাম, নেওয়াজ উদ্দীন, রিয়াদুল ইসলাম, নাসির উদ্দীন, সাজ্জাদ হোসেন, ইয়াসিন আরফাত, ইমতিয়াজ ফারুক, রিদুয়ান আহমদ, সাইফুল সাকিব,আশিকুল ইসলাম প্রমুখ
পরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের আত্নার মাগফেরাত কামনায়,দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে