নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বৈধপথে সর্বাদিক বৈদেশিক মুদ্রা প্রেরন করে বিশেষ অবদান রাখায় আবারো ৫ম বারের মত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম রাউজানের কৃতি সন্তান ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আক্তার ফার্নিসার, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম সমিতি ওমান এর সভাপতি ইয়াছিন চৌধুরী।
সম্প্রতি এক গেজেটে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিআইপিদের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে বৈধপথে সর্বাদিক বৈদেশিক মুদ্রা প্রেরন করে বিশেষ অবদানের জন্যেই ইয়াছিন চৌধুরীকে সিআইপি নির্বাচিত করা হয়েছে।
এর আগে ২০১১, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে সিআইপি হয়েছিলেন ইয়াছিন চৌধুরী। তিনি বর্তমানে, প্রবাসী সহায়তা ডেস্ক চট্টগ্রাম জেলা পুলিশে এর উপদেষ্টা, রাউজান উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা, প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতিসহ, বিভিন্ন মানবিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্টানের দায়িত্ব পালন করে আসছেন।