সাহিত্য পাতা-ফটিকছড়ির তরুণ লেখকদের তুলে ধরতে আমরা “দৈনিক ফটিকছড়ি” প্রকাশ করতে যাচ্ছি “সাহিত্য পাতা।
পাঠকদের লেখা গল্প, কবিতা, ভ্রমণকাহিনী ও প্রবন্ধ নিয়ে প্রকাশিত হচ্ছে, ফটিকছড়ি থেকে প্রকাশিত একটি সৃজনশীল অনলাইন পত্রিকার, সাপ্তাহিক সাহিত্যপাতা’র বিশেষ লেখা।
উক্ত সাপ্তাহিক অনলাইন বিশেষ সাহিত্য পাতার জন্য, ফটিকছড়ি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও তরুণ কবি-সাহিত্যিকদের নিকট থেকে লেখা আহবান করা হচ্ছে।
আপনাদের স্ব-রচিত সাহিত্য রচনা সাপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার আপনার এককপি পাসপোর্ট সাইজের ছবিসহ আমাদের পেইজের ইনবক্সে, মেইলে(dainikfatikchhari@gmail.com ) অথবা WhatsApp + 88 01615141463 পাঠানোর অনুরোধ করা হইলো।