বেলাল আহমেদ রেজা: সুন্দরপুর ইউ পির সু’পরিচিত সমাজিক সেবা মুলক সংগঠন, সবুজ ছায়া আদর্শ সংঘের উদ্যোগে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুষ্টান গত ২৫ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টা ঘটিকায়, সবুজ ছায়া আদর্শ সংঘের মাঠে, সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল এর সঞ্চালনায়, মোস্তফা (দ,) জামে মসজিদ উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি মো: মুসলেহ উদ্দীন এর সভাপতিত্ত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি আওয়ামীলীগ যগ্ন-সাধারণ সম্পাদক, মো: আমান উল্লাহ চৌধুরী (লিটন) উদ্বোধক ছিলেন,
আল মাত্বাফ হজ্ব কাফেলার পরিচালক, মো: ইয়াকুব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মালেক, মুহাম্মদ জানে আলম, মো: ইউছুপ, মো: ইদ্রিস হায়দার, মো: বেলাল উদ্দিন সুমন, মো: শহিদুল্লাহ, মো: আব্দুর রহিম, মাষ্টার আমানুল হক, রবিউল হোসেন ইমন, মুহাম্মদ এমদাদ হোসেন, সবুজ ছায়া আদর্শ সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: জাহাঙ্গীর আলম, মো: সাইফুদ্দীন বাপ্পু, মো: হোসেন, মাষ্টার মো: রাশেদ, মো: হারুনুর রশিদ সহ বিভিন্ন সমাজিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।