ইউছুপ আরফাত নিজস্ব প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপিতে পরিবেশ দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ ডিসেম্বর) উপজেলার পাইন্দং সকাল ১০ টা থেকে শুরু হয় দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো উপজেলার পাইন্দং ইউনিয়নের জে.বি-১ ব্রিকস, এ.বি ব্রিকস, এস এন্ড বি এবং জে এন ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়। এবং এফ.বি ব্রিকস কে ৫ মাসের সময় দিয়ে ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্জানা হোসাইন বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চট্টগ্রামে যেসব অবৈধ ইটভাটা রয়েছে। সেগুলো ভেঙ্গে ফেলা হবে। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে,ফটিকছড়ি উপজেলায় ৪১ টি অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা ভেঙ্গে ফেলা হবে।এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে র্যাব-৭,ফটিকছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর উপ পরিচালক জমির উদ্দীন বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যেসব অবৈধভাবে ইটভাটা গড়ে উঠেছে।এসবের বিরুদ্ধে আমরা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করছি।