ভূজপুর প্রতিনিধি: আজ ৪ঠা জানুয়ারী এশিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী।
ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকী উৎযাপন উপলক্ষে ভূজপুর ইউনিয়ন পরিষদ মাঠে ভূজপুর ইউনিয়ন ছাত্রলীগ কতৃক আলোচনা সভা ও কেক কাটা হয়।
ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ নেতা মো আব্বাস ও ইসমাইল এর সঞ্চালনায় ভূজপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাপ্পুর সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার, প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো জামাল উদ্দীন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান রুপু।
প্রধান বক্তা তার বক্তব্য প্রধানন কালে ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন.. প্রকৃত ছাত্রলীগ হতে হলে তোমাদেরকে অবশ্যয় সিনিয়রদের সম্মান দেয়া শিখতে হবে।
এলাকার মুরুব্বী, ওলামায়ে কেরাম, ও তোমার এক বছরের সিনিয়র হলেও তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে,তাহলে তুমি ছাত্র হিসেবে ও ছাত্রলীগ হিসেবে একজন প্রকৃত ছাত্রলীগ।
বিশেষ বক্তা তার বক্তব্যে বলেনঃ দাবী আদায়ে আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে, এমনভাবে নিজেকে গড়ে তুলো যাতে ভূজপজপুর থেকে আগামীতে উপজেলা ছাত্রলীগে সভাপতি সাধারন সম্পাদক সৃষ্টি হয়।
উক্ত আলোচনা অনুষ্টান শেষে কেক কেটে প্রতিতিষ্টা বার্ষিকী উৎযাপনের মধ্য দিয়ে শেষ হয়।
এতে আরো বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, গোলাপুর রহমান, বাবু অরুন বড়ুয়া, মুক্তিযোদ্ধা বাবুল দে,আব্দুল হামীদ,আবছার,ইউসুপ,সজল বড়ুয়া,রুপসী বনিক অন্তরা,
মো লোকমান হোসেন,
এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো ফরহাদ
সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্ম্পাদক এমদাদ, ভূজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হিজবুল্লাহ্ মীর,সহ সভাপতি জাবেদ রনি
ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের যুগ্মম আহবায়ক আনোয়ার, আরিপ,আরপাত
ভূজপুর ইউনিয়ন ছাত্রলীগগ নেতা পারভেজ,আজগর পারভেজ,নাইম,জিসান,জাখারিয়া,নিশাত,কাওসার,ফোরকান,শোয়াইবুল সহ অসংখ্য ছাত্রলীগ নেতৃবৃন্দ