আব্দুল্লাহ আল মামুন।।গত ৩ জানুয়ারি ২০২১, রোজ রবিবার সন্ধ্যায় হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামের কৃতি সন্তান জনাব শাহাদাত হোসেন বাবলুকে মাদক-ইভটিজিং বিরোধী অবস্থান, অসহায় শিক্ষার্থীদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা , গ্রামের যুব সমাজের উন্নয়ন এবং খেলাধুলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিঃস্বার্থ ভাবে সাহায্য সহযোগীতা করার জন্য আলীপুর যুব সংঘের পক্ষ থেকে আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অত্র ক্লাবের সভাপতি নানুপুর লায়লা-কবির কলেজের অধ্যাপক জনাব মোঃ আহসান আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, সহ-সভাপতি গ্রামার স্কুলের উপাধ্যক্ষ মোঃ মামুনসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।