নিউজ ডেস্ক: ফটিকছড়ি উপজেলায় রাত ১১.০০ টার পর উচ্চ শব্দে মাইক বাজানো নিষিদ্ধ করেছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
বুধবার (৮ জানুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ডিসেম্বর ২০২০ ইং, ফটিকছড়ি আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক শব্দ দূষণ রোধে রাত ১১টার পর ফটিকছড়ি উপজেলার কোথাও পেন্ডলের বাহিরে উচ্চ শব্দে মাইক বাজানো যাবে না। বিশেষ করে প্রশাসনের অনুমতি ব্যতিরেখে কোন প্রকার বিবাহ, ওয়াজ মাহফিল, ডিজে পার্টিতে রাত ১১টার পর উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণ নিষেধ। কারণ উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাজানোর কারণে বয়স্ক মানুষ, রোগী, শিশুরা অসুস্থ হয়ে পরে এছাড়া পরীক্ষার্থীদের পড়াশুনায়ও ব্যঘাত ঘটে।
মাইক ও ডিজে সাউন্ড বাজানো সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাত ১১ টার পর মাইক অথবা ডিজে সাউন্ড ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সহ মাইক ও সাউন্ডবক্স জব্দ করা হবে। বিশেষ প্রয়োজনে রাত ১১ টার পর সাউন্ড বক্স ব্যবহার করতে হলে উপজেলা নির্বাহী অরফিসারের লিখিত অনুমতি লাগবে। মাইক ও সাউন্ডবক্স মালিকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।
শনিবার (৯জানুয়ারি) রাতে থেকে ডিজে সাউন্ডবক্সের বিরুদ্ধে অভিযান চলবে। যারাই রাত ১১ টার পর অনুষ্ঠানে ডিজে সাউন্ডবক্স বাজাবে সেই সাউন্ডবক্স জব্দ করা হবে। কোনভাবেই সাউন্ডবক্স ফেরত দেয়া হবে না। এ বিষয়ে কোন তদবির গ্রহণযোগ্য হবে না।ব্যবসায়ীদেরি সতর্ক থাকার জন্য বলা হয়েছে।ফটিকছড়ি ইউপির সকল মাইক ও সাউন্ডবক্স ব্যবসায়ীদেরও আইন মেনে চলার আহবান জানান। সাথে সাথে নিজে অবস্থান থেকে এলাকাবাসীকে এই শব্দ দূষণ প্রতিহত করার আহবান জানান। ফটিকছড়ি উপজেলার দেওয়া নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেয়র/ ইউপি চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বার/ থানায় জানানোর জন্য বলা হয়েছে। এখন থেকে নিয়মিত উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাজানো বিরোদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানা যায়।
অনুরোধক্রমে
মোঃ সায়েদুল আরেফিন
উপজেলা নির্বাহী অফিসার
ফটিকছড়ি,চট্টগ্রাম।