এ.বি.এস বক্কর নিজস্ব প্রতিনিধিঃ আনন্দ-উল্লাস আর উৎসব মুখরতায় প্রথমবারের মত ফেসবুকের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠা একটি ক্রয়-বিক্রয়ের বিশ্বস্ত প্ল্যাটফর্ম “Fatikchhari Sell Bazar (FSB) “ফটিকছড়ি সেল বাজার বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।
একদিনের এ আনন্দ ভ্রমণ ভাটিয়ারী ক্যাপ-২৪ ও সানসেট পয়েন্টকে ঘিরে অনুষ্ঠিত হয়। ফেসবুকের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠা একটি ক্রয়বিক্রয়ের বিশ্বস্ত প্ল্যাটফর্ম “Fatikchhari Sell Bazar (FSB)”ফটিকছড়ি সেল বাজার এডমিন ও বিভিন্ন পর্যায়ের সদস্য এবং তাদের পরিবারের সদস্যসহ প্রায় শতাদিক সদস্য নিয়ে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
দ্রুততম সময়ে ফেসবুকের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠা একটি ক্রয়বিক্রয়ের বিশ্বস্ত প্ল্যাটফর্ম “Fatikchhari Sell Bazar (FSB)”ফটিকছড়ি সেল বাজার”।
গতবছরের ৪ই জুন ফটিকছড়ি সেল বাজারের অনলাইন কার্যক্রম শুরু করা হয়,
আট মাসেরও কম সময়ে এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ২৭ হাজার।
হালনাগাদ করে পাওয়া তথ্যমতে ইতিমধ্যে এই গ্রুপের মাধ্যমে ক্রয়বিক্রয় হয়েছে প্রায় এক কোটি টাকারও বেশি!
অবিশ্বাস্য হলেও সত্যি যে এই গ্রুপের মাধ্যমে ফটিকছড়িতে পুরুষের পাশাপাশি শতশত নারী উদ্যোক্তার সৃষ্টি হয়েছে।
শনিবার (৯জানুয়ারি) ভ্রমণের মাধ্যমে গ্রুপের অনলাইনের পাশাপাশি অফলাইনের কার্যক্রম আরম্ভ করা হয়েছে।
ভ্রমণে ফটিকছড়ির ব্যবসায়ী, উদ্যোক্তা, মান্যগণ্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় এডমিন উদ্যোক্তাসহ অথিতিরা গ্রুপের সম্পর্কে বিভিন্নরকম দিকনির্দেশনা মূলক বক্তব্যে রাখেন।
সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্নরকম কুইজ,গানবাজনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমকালো আয়োজনের পরিসমাপ্তি ঘটে।