নিউজ ডেস্ক: ফটিকছড়ি উপজেলার খিরাম ইউপিতে, প্রবাসী ব্যবসায়িক ও মাবিক সংগঠন, ফটিকছড়ি প্রবাসী ভিশন লিমিটেডে এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাসানের পৃষ্ঠপোষকতায় খিরাম প্রিমিয়ার লিগের ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (৯জানুয়ারি) বিকাল ৩টায় খিরাম বাদামতলী সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলায় কিংস ইলাভেন খিরাম বনাম খিরাম বনিকপাড়া সুপার কিংস দুইটি দল অংশ গ্রহণ করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠিত খেলার উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি প্রবাসী ভিশন লিমিটেড এর আইন উপদেষ্টা এডভোকেট মোঃ হাসান উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খাজিদাতুল আনোয়ার সনির স্বামী পারভেজ আলম হিরা।
এর আগে খিরাম প্রেমিয়ার লিগ এ উপলক্ষে (৭জানুয়ারি) সন্ধ্যায় ট্রপি, লোগো ও জার্সি উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।
ট্রপি, লোগো ও জার্সি উন্মোচন করেন ফটিকছড়ি প্রবাসী ভিশন লিমিটেডের চেয়ারম্যান ও খিরাম প্রিমিয়ার লিগের লীগের পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ হাসান।
এসময় উক্ত লীগের উপদেষ্টা, কর্মকর্তা, সদস্য, টীম ম্যানেজার, টীম মালিক ও খেলোয়াড় সহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অথিতি তার বক্তব্য বলেন, ফটিকছড়ি প্রবাসী ভিশন লিমিটেডে এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাসানের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে, মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ ও ছাত্রসমাজকে খেলাধুলা ও পড়াশুনায় ব্যস্ত রাখতে হবে।