ইউছুপ আরফাত: পাইন্দং ইউপির বেড়াজালী গ্রামের টিলাপাড়া ও নরবন্নে টিলা ১৫০ পরিবারে বিদ্যুতের আওতায়। এতে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে পাইন্দং ইউনিয়ন.
মঙ্গলবার (১২ জানুয়ারি) উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী গ্রামের বঞ্চিত থাকা ১৫০ পরিবেরর নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন পাইন্দং ইউনিয়ন এর চেয়ারম্যন আলহাজ্ব এ. কে. এম ছরওয়ার হোসের স্বপন।
এসময় তিনি বলেল মাননীয়া প্রধানমন্ত্রীর উদ্যগে ঘরের ঘরে শতভাগ বিদ্যুতায়ন এ বেড়াজালী গ্রামে ১৫০ পরিবেরেরর মাঝে বিদুৎ এর সংযোগ এর মধ্যমে পাইন্দং শতভাগ বিদ্যুতায়ন এর আওতায় আসলো।পাইন্দং বাসীর পক্ষ থেকে মাননীয়া প্রধানমন্ত্রী শেক হাসিনাকে ধন্যবাদ জানাই।
এসময় আরো উপস্থিত ছিলো বেড়াজালী ইউপি সদস্য আনোয়ারুল আজিম অন্যান্যদের মধ্যে মহিন উদ্দিন চৌধুরী, রোমান চৌধুরী দৌলোত মিয়া, নুরুল আলম, ইমাম হোসেন মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।