সীরাত মঞ্জুর: সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানু্য়ারি) বিকেলে বিদ্যালয়টির সভাপতি ও সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজের সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সভাপতি ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মনোনয়ন প্রত্যাশি ড. ফয়সাল কামাল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদ্ চকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবিএম গোলাম নূর, সদস্য বি কে নাথ, আল মাজেদ কো-অপারটিভ লিমিটেডের এমডি এম. মোর্শেদুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহ কামাল,আতিক চৌধুরী, গিয়াস উদ্দিন , মুজিবুর রহমান, মহিন উদ্দিন, শহিদুল্লাহ, ইউপি ছাত্রলীগ সভাপতি মুহাম্মদ আকবর, খোরশেদ প্রমুখ।
পরিশেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং বিদ্যালয়টি পরিদর্শন করে নিজ নিহ অবস্থান থেকে আর্থিক অনুদানের ঘোষণা দেন।