নিউজ ডেস্ক:নিষেধাজ্ঞা অমান্য করে ধুরুংকুল, উত্তর রোসাংগিরির মুন্সেফ বাড়ির বিয়েতে বিনা অনুমতিতে রাত ১১ টার পর ডিজে সাউন্ড বাজানোর মাধ্যমে গণ উপদ্রুপ সৃষ্টি করায় জাহেদ ভিডিও সেন্টার ও নার্সারির স্বত্ত্বাধিকারী মোঃ জাহেদুল আলম (২৮) কে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা ১০০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন বলেন উপজেলা প্রশাসন বিনা অনুমতিতে রাত ১১ টার পর মাইক/ সাউন্ডবক্স বাজানোর ব্যাপারে কঠোর অবস্থান নিয়ে এই অর্থদন্ড দেওয়া হয়। তিনি আরো বলেন এ ব্যাপারে তথ্য সংগ্রহ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সবাইকে এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে অনুরোধ করা হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্ল্যেখ্য যে গত (৮ জানুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিসেম্বর ২০২০ ইং, ফটিকছড়ি আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক শব্দ দূষণ রোধে রাত ১১টার পর ফটিকছড়ি উপজেলার কোথাও পেন্ডলের বাহিরে উচ্চ শব্দে মাইক বাজানো যাবে না। বিশেষ করে প্রশাসনের অনুমতি ব্যতিরেখে কোন প্রকার বিবাহ, ওয়াজ মাহফিল, ডিজে পার্টিতে রাত ১১টার পর উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণ নিষেধ। কারণ উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাজানোর কারণে বয়স্ক মানুষ, রোগী, শিশুরা অসুস্থ হয়ে পরে এছাড়া পরীক্ষার্থীদের পড়াশুনায়ও ব্যঘাত ঘটে।
মাইক ও ডিজে সাউন্ড বাজানো সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাত ১১ টার পর মাইক অথবা ডিজে সাউন্ড ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সহ মাইক ও সাউন্ডবক্স জব্দ করা হবে। বিশেষ প্রয়োজনে রাত ১১ টার পর সাউন্ড বক্স ব্যবহার করতে হলে উপজেলা নির্বাহী অরফিসারের লিখিত অনুমতি লাগবে। মাইক ও সাউন্ডবক্স মালিকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।