নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কাঞ্চন নগর ইউপির কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০জানুয়ারি) বিকালে এই কমিটি ঘোষণা হয়। এতে কাঞ্চন নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয় আলহাজ্ব তৌহিদুল আলম চৌধুরী।
কাঞ্চন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে, কাঞ্চন নগর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আসাদুজ্জামান তানভীর এর পরিচালনায়, এবং কাঞ্চন নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাগির হোসেন এর সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল অধিবেশন-২০২১ অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.কে আজাদ বাবুল।
এতে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, কাজী দিদারুল আলম, রফিকুল বারী, মো: ইলিয়াছ কাঞ্চনসহ কাঞ্চন নগর ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গসংগঠনের অন্যান্য কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিতব্য কাউন্সিলে জনাব আলহাজ্ব তৌহিদুল আলম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঞ্চন নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন।