দৈনিক ফটিকছড়ি ডেস্ক: দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব নির্বাচিত হলেন মাওলানা নূরুল ইসলাম।
গত ১৩ ডিসেম্বর হেফাজতের নতুন মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী(রহঃ) এর আকস্মিক ইন্তেকালে হেফাজত মহাসচিব এর পদটি শূন্য হলে,
গত ২৩ ডিসেম্বর (বুধবার) হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ সারাদেশ হতে জমায়েত হওয়া কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে চট্টগামের হাটহাজারী মাদ্রাসায় এক সভায় হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত ঢাকা খিলগাঁও মাখযানুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নূরুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও মাখযানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা উপলক্ষ্যে অনুষ্ঠিত মজলিসে আমেলা এবং উপদেষ্ঠা পরিষদের বৈঠকে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমি ইন্তেকাল করলে মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছিলো।
মাওলানা নুরুল ইসলামজিহাদী ১৯৪৮ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ধুরুং গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রশীদ।
নুরুল ইসলাম জিহাদী একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস। এছাড়াও তিনি দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে শুরার সদস্য, যুক্তরাজ্যের জামিয়া খাতামুন্নাবিয়্যীন সহ উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক।
তিনি প্রাথমিক জীবনে নাজিরহাট বড় মাদ্রাসায় কুরআনের হেফজ (মুখস্থ) সম্পন্ন করেন। হেফজ সমাপ্তির পর একই মাদ্রাসায় হেদায়াতুন্নাহু জামাত (মাধ্যমিক) পর্যন্ত অধ্যয়ন করেন। অতঃপর উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে তিনি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। ১৯৭৪ সালে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন।
তার উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছে মুহাম্মদ ফয়জুল্লাহ, শাহ আব্দুল ওয়াহহাব, আব্দুল আজিজ, আহমাদুল হক, আবুল হাসান, মুহাম্মদ হামেদ, শাহ আহমদ শফী সহ প্রমুখ খ্যাতিমান ব্যক্তি।
তিনি আখলাকে রাসূল সাঃ, উজ্জ্বল নক্ষত্র, কাদিয়ানী ফিতনা ও মুসলিম মিল্লাতের অবস্থান, কুরবানীর আহকাম, গুলশানে নুর, আসমানে ইলম কি চাঁন্দ দরখসান্দে সিতারে, তাজকেরায়ে খতীবে আজম, শেখ সাদীর রহ. এর উপদেশ ভান্ডার, কাদিয়ানের বহুরূপী ভন্ড নবী, নুকুশে জিন্দেগী ও পান্দে নামায়ে নছীর, কওমী মাদ্রাসা, উদ্দেশ্য পদ্ধতি ফলাফল ইত্যাদি গ্রন্থের রচিতা।