দৈনিক ফটিকছড়ি ডেস্ক: চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামকে সভাপতি ও আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ফ্রেবরুয়ারী) রাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অনুমোদন দেন।
সদ্য অনুমোদিত কমিটিতে ফটিকছড়ি উপজেলা হতে ১৩জন স্থান পেয়েছেন।
ফটিকছড়ি থেকে স্থান পাওয়া চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ যথাক্রমে:- সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, সহ-সভাপতি: আফতাব উদ্দীন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক : ব্যারিস্টার তানজীব উল আলম, বন ও পরিবেশ সম্পাদক : মোঃ আবু তালেব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক : খাদিজাতুল আনোয়ার সনি এমপি, শিল্প ও বাণিজ্য সম্পাদক : ইঞ্জি: হারুন, এতে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন- মঞ্জুর মোরশেদ ফিরোজ, রস্তুম আলী চেয়ারম্যান, নির্বাহী সদস্য : মোঃ ইসমাইল হোসেন, আব্দুল হালিম, বখতেয়ার সাইদ ইরান, হাসিবুল সোহাদ চৌধুরি সাকিব, আকতার উদ্দীন মাহমুদ পারভেজ।
প্রিয় নেতাদের জেলা কমিটিতে স্থান পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা