একদিন পাগল হব
আরফাতুল আলম রাব্বি
সুস্থ মানুষ হয়ে বেঁচে আছি বহুদিন।
এবার একটু অসুস্থ হওয়া দরকার আমাদের।
মানসিক অসুস্থ!
যাকে পাগল বলে বহিষ্কার করে প্রতিনিয়ত আমাদের সুস্থ সমাজ।
মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে যখন আকাশে বাতাসে রণিত হবে একাত্মবাদের আওয়াজ।
এবাদতের আহ্বানে “তোমরা নামাজের জন্যে এসো” ধ্বনিতে যখন ভদ্র সমাজপতিরা লোক দেখানো এবাদতে মগ্ন থাকবে!
সে মুহুর্তে আমি না হয় পাগলা ভিক্ষুকই হলাম।
গেরস্তের দুয়ার থেকে খিদা নিয়ে দৌড়ানী খাওয়া কুকুরদলকে একটুকরো রুটি খাওয়ানোর সুবাদে।
আমার এবাদত কোনো সমাজ নাই বা দেখল।
ত্রান বিতরনের কর্মসূচির মতো আমি ফটোসেশান নাই বা করলাম।
নাই বা হল এই পাগলের নামে “মানবতার জয় হোক” শিরোনামে কোনো নিউজপোর্টালে নিউজ।
একদিন পাগল হব!
অসুস্থ কলেবর নিয়ে ক্ষুদার রাজ্য বিচরণ করব।
না খেয়ে পড়ে থাকা বহুকোষী প্রাণীগুলোর সঙ্গি হব একদিন।
একদিন না হয় পাগলই হলাম!
টুকাইদের অট্টহাসির স্লোগানে মুখরিত হওয়া রাজপথে গলা মিলিয়ে বলার জন্য –
“ভাত দে হারামজাদা, না হয় মানচিত্র গিলে খাব”।