সুয়াবিল
এস.ইউ.রাহাত
হে গ্রাম!
চোখ বুজে দেখলে তোকে
ভরে যায় মোর দিল।
কতই সুন্দর গ্রাম তুই,
নাম তোর সুয়াবিল।
আকাশে বাতাসে উড়ছে পাখি,
গাছপালা আছে অঢিল।
সবুজ প্রকৃতির অন্তরালে,
মৎস ভরা খাল-বিল।
মাছরাঙা মাছ ধরছে,
সাপ ধরছে চিল।
অবাক চোখে তাকিয়ে দেখি,
জনবসতির মিল।
বৃক্ষ ভরা পাক-পাখালি,
ফসল ভরা বিল।
গর্ব করে বলতে পারি,
বাড়ি মোর সুয়াবিল।