অপসংস্কৃতি
ওবাইদুল আকবর রুবেল
বিশ্ব ভালোবাসা দিবস!
এটি তো আমার সংস্কৃতি নয়, তবু!
কেন অন্যের সংস্কৃতি আমি করি ধারণ
মৌলবাদী হয়ে কি যাব? যদি করি বারণ।
হে যুবক-যুবতি!
এই কোন পথে তুমি পা বাড়াও,
ভুল সংস্কৃতির দলে ঈমান হারাও।
ঘর ছেড়েছে সন্তান তোমার,রেখেছ কি খবর?
হারিয়েছে মেয়ে তোমার মান সম্ভ্রম-ইজ্জত।
আধুনিকতার নামে যা করছো তুমি
তা তো নয় তোমার সংস্কৃতি!
ভালবাসবে! বাস দেশ মাটি মা, মানুষকে
গরীব দুঃখি দুঃস্থ এতিম অভাবী আছে যে।
তুমি মুসলিম,তুমি বাঙ্গালী
বিশ্ব ভালোবাসা দিবস নয়ত তোমার সংস্কৃতি
নিজেকে মুসলিম বলে সদা গর্ব করো,
ইসলামী সংস্কৃতি কি তুমি পালন করো?
তুমি কি ভুলে গেছো!
কি ছিল তোমার পরিচয়?
তুমি সে মহান জাতি যারা কোথাও করেনি নত শির
কেন হও অন্যের অধীন? কেন হবে পরাধীন?