বেলাল আহমদ রেজা: সুন্দরপুর নব তরুণ একতা সংঘ কর্তৃক আয়োজিত, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, শর্টপিস আন্ত: ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পূরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হল।
রবিবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধায় সুন্দরপুর নব তরুণ একতা সংঘ সংলগ্নে মাঠে, জাতিয় সংগীত পাঠের মধ্যদিয়ে, ও নব তরুণ একতা সংঘের উপদেষ্টা, মো: আবু তাহের এর সভাপতিত্বে, এবং মো: জামশেদুল ইসলাম এর পরিচালনায়, অনুষ্টানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মো: শহীদুল আলম।
এতে অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ, মো: আলাউদ্দীন চৌধুরী, বিষেশ অতিথি ছিলেন, প্রবাসী, আলহাজ্ব মো: দিদারুল ইসলাম, মো: ইলিয়াছ, প্রবাসী, মো: ইসহাক, বিটিস বিট আইটি এন্ড ফ্রিল্যান্স ইনিস্টিটিউট, সত্বাধিকারী, মো: সেলিম উদ্দীন, বিশিষ্ট ক্রিড়ানুরাগী, টিপু বডুয়া, সিনিয়র সদস্য মো: রুবেল।
উক্তে ফাইনার খেলায় প্রতিদন্দি, (পারভেস একাদশ) কে হারিয়ে (আল নুর এন্টার প্রাইজ রমজান একাদ্বশ) বিজয় লাভ করেন।