নিজস্ব প্রতিনিধি: কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মাস্টার এম. আবুল হোসেন সিকদার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেছে ‘প্রাক্তন ছাত্র ফোরাম’। প্রাক্তন ছাত্র ফোরামের প্রধান সমন্বয়ক জনাব এম.এন. ছাফা’র পক্ষ থেকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় প্রাক্তন ছাত্র ফোরামের সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।
দেশ-বিদেশ থেকে সার্বিক সহযোগিতা করেছেন হাবিবুল্লাহ চৌধুরী পারভেজ, আনোয়ারুল আজিম মেম্বার, প্রাক্তন ছাত্র ফোরামের প্রধান সমন্বয়ক এম.এন. ছাফা, আজিজুর রশিদ তালুকদার, ডা: আইয়ুব খান, ইয়াছিন আরাফাত, ঝন্টু কুমার, ফারুক হোসেন তালুকদার, ইসহাক উদ্দিন, জামশেদুল আলম মুন্না, শফিউল আযম, মঈন উদ্দীন, ফারুক উদ্দিন, এরশাদুল আলম, এমদাদ তালুকদার, আলহাজ্ব জসিম উদ্দীন, জিয়া উদ্দীন চৌধুরী, দিদারুল আলম, মোহরম আলী বাবলু, আলহাজ্ব তৌহিদুল আলম চৌধুরী, জামাল উদ্দিন, আবুল বশর, ইলিয়াছ, জামশেদুল আলম মাসুদ, আক্কাছ উদ্দীন, আরমানুল করিম, মুহাম্মদ ইউছুফ, মামুন চৌধুরী, ওসমান গনি, ইমাম উদ্দিন, নজরুল ইসলাম, মুমেন চৌধুরী, মেজবাহ আশিক, সালাহ উদ্দীন চৌধুরী, তালিম উদ্দিন, জি এম ইয়াছিন, রফিকুল আহসান, সাহাব উদ্দীন দুলাল, এরশাদুল করিম, সোলাইমান, জুনায়েদ, মোবারক হোসেন, শাহাদাত হোসেন তালুকদার, আবুল হোসেন সহ আরো অনেকে।
অনন্য গুণে গুণান্বিত প্রবীণ শিক্ষক মাস্টার এম. আবুল হোসেন সিকদার ১৯৮০ সাল থেকে এই বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন।
শিক্ষকতা পেশার সমাপ্তের ধারপ্রান্তেই আছেন তিনি। পাইন্দং থেকে কখনো সাইকেলে আবার কখনোইবা পায়ে হেঁটেই স্কুলে আসতেন তিনি। এই ত্যাগ কখনোই ভুলার নয়।
হে মানুষ গড়ার কারিগর!
আপনার প্রতি অজস্র শ্রদ্ধা এবং ভালবাসা।