এম হোসাইন: যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সহিত দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে রায়পুর কচি সংঘ। দিবসের শুরুতে সকাল ৭টায় সংঘের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে মহান ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করা হয়।দিনটি উপলক্ষে একুশে চেতনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতি বাবু রুপন কুমার নমঃ এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসাইন এর সঞ্চলনায় আলোচনা সভা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ শহীদুল আজীম আজাদ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আশরাফুল আবেদিন রাতুল, ইউপি সদস্য আনোয়ার পাশা হানিফ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুচ, আলমগীর চৌধুরী, মোহাম্মদ ইজহার, মাষ্টার সাহেদ, মোঃ শরীফ উদ্দীন, জোবায়ের প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, মহান ভাষা আন্দোলন ইতিহাসের অন্যতম গৌরবোজ্জ্বল অধ্যায়।বিশ্বের প্রতিটি দেশ এই দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে। ভাষা আন্দোলনের তাৎপর্য উপলব্ধি করে মাতৃভাষা বাংলার শুদ্ধতা, সঠিক ব্যবহার সহ এই ভাষার সম্মান অক্ষুণ্ন রাখতে সকলকে সজাগ থাকতে হবে। একুশের চেতনা বুকে ধারণ করে পরবর্তী জীবন গঠনের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান বক্তারা।
সর্বশেষ মরহুম অধ্যাপক জয়নাল আবেদীন (জালাল)’র স্মরণে এলাকার অধ্যয়নরত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব শিক্ষা উপকরণ ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। সদ্য প্রয়াত গুণীজন অধ্যাপক জয়নাল আবেদীন (জালাল)’র জীবদ্দশায় তাঁর বিভিন্ন অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন জাতি গড়ার কারিগর শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত ছিলেন।প্রচারবিমুখ এই মহান ব্যক্তিটি ইংরেজি সাহিত্যেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।জীবদ্দশায় তিনি ইংরেজি সাহিত্যের ওপর বিভিন্ন বই লিখেছেন এবং প্রকাশনা করেছেন।তাছাড়া উচ্চ শিক্ষার প্রসার এবং মানোন্নয়ন শিক্ষা বিস্তারে তিনি বিভিন্ন প্রশংসনীয় অবদান রেখেছেন।তাঁর মতো স্মরণীয় ও বরণীয় ব্যক্তিত্বের পরিচিতি সমাজে সর্বত্র ছড়িয়ে দিয়ে তাঁর মতো আদর্শিক মানুষ গড়ে তুলতে সকলকে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।
ভাষা শহীদদের স্মরণ ও মরহুম অধ্যাপক জয়নাল আবেদীন (জালাল)’র বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছালামত উল্লাহ।
অনুষ্ঠিত কর্মসূচি সমূহ বাস্তবায়ন ও সার্বিক তত্বাবধানে ছিলেন সহ সভাপতি মোঃ নুরুল আলম ফাহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল, নাসিমুল করিম রাফি, মোঃ জাবেদ উদ্দীন, সাজ্জাদ হোসেন সাকিব, রাশেদুল আলম (রাসেল), আব্দুল আজিজ সহ দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।