নিজস্ব প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা কাঞ্চন নগর উইপিতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ২৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২১শে ফ্রেবরুয়ারী) কাঞ্চন নগর বাইন্যাচোলা উচ্চবিদ্যালয়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের এমপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়াম্যান আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারীর আগমন উপলক্ষে আয়োজিত আলোচনা সভার পূর্বে এসব প্রকল্পের ভিত্তি উদ্বোধন করা হয়।
আয়োজিত মত বিনীময় সভায় প্রধান অথিতির বক্তব্য তিনি বলেন আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফটিকছড়ি কাঞ্চন নগর বাসীর জীবনমানের সার্বিক উন্নয়ন করে চলেছে। প্রকল্পের ভিত্তি ও উদ্বোধন শেষে স্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। তিনি কাঞ্চন নগরের জন্য কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন উল্ল্যেখ করে আরো বলেন এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এলাকার জনপ্রিয় ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করব। তিনি কাঞ্চননগরের বর্তমান চেয়ারম্যান কাতেবের মাধ্যমে উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্ধ দিয়েছে বলে, কাঞ্চননগরের উন্নয়ন হয়েছে বলেও উল্ল্যেখ করেন।
মানিকপুর বাইন্যাছোলা উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক নাজমুল হুদা পরিচালনায়, ৭মং কাঞ্চন নগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দীন চৌধুরী কাতেবের সভাপতিত্বে, এতে অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, সহকারী কমিশনার(ভূমি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, তরিকত ফেডারেশনের যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়েব আল-সালেহীন, খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ, প্রবাসী ব্যবসায়ী আবুল কালাম ভূঁইয়া, উপজেলা তরিকত ফেডারেশন নেতা আলমগীর আলম, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদুল আলম, আক্কাস আলী প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনুষ্ঠানে প্রধান বক্তা হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।