মো: ইউছুপ আরফাত: মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন কাঞ্চন নগরের কৃতি সন্তান, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম কমার্স কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক, মহসীন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কাঞ্চননগর তথা ফটিকছড়ির প্রিয়মুখ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, চট্টগ্রাম গাউস ফ্যাশন ও মিজাব এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মঞ্জুর মোরশেদ ফিরোজ।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায়, নিজ গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে শনিবার (২৭ফ্রেবরুয়ারী) এই গণসংবর্ধনা দেওয়া হয়।
এই সময় প্রধান অতিথি বক্তৃতায় আলহাজ্ব মঞ্জুর মোরশেদ ফিরোজ কাঞ্চন নগর তথা ফটিকছড়ির ভিবিন্ন উন্নয়নের কথা তুলে ধরে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং উন্নয়নের দ্বারা অব্যহিত রাখতে আগামীতে ফটিকছড়ি এই আসনকে আওয়ামী লীগকে উপহার দিতে আহবান জানান।
তিনি শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, নেত্রী যতদিন সুস্থ আছেন, ভালো আছেন- ততদিন এ দেশ ভালো থাকবে, দেশের উন্নয়ন হবে।
এ সময় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ন আহবায়ক ও কাঞ্চন নগর আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান তানভীর এর পরিচালনায়, এবং কাঞ্চন নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আমানউল্লাহ চৌধুরী লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু উত্তম কুমার মহাজন’ কাঞ্চন নগর ইউপি চেয়ারম্যান রশীদ উদ্দিন চৌধুরী (কাতেব), আওয়ামী লীগ নেতা এটিএম আমানুল্লাহ নানুপুরী ইউপি চেয়ারম্যান শফিউল আজম, কাঞ্চন নগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, পাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবুল কালাম ভূইয়া, এটিএম আমানুল্লাহ, পিন্টু কুমার দে, রফিকুল বারী, মোহাম্মদ ফিরোজ, মো: পারভেজ, ইউপি যুবলীগ সভাপতি রবিউল চৌধুরী মাসুদ, শফিউল আলম তৌহিদ,মাস্টার শাহজাহান, ফারুক আজমসহ ইউনিয়, ছাত্রলীগ নেতা প্রশান্ত দে, রিফাত, এনামসহ কাঞ্চন নগর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত (৯ফ্রেবরুয়ারী) চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামকে সভাপতি ও আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সদ্য অনুমোদিত কমিটিতে ফটিকছড়ি উপজেলা হতে ১৩জন স্থান পেয়েছেন।