মো: ইউসুফ হোসেন : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ার স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২১
ফটিকছড়ি বন্ধু পরিষদের আয়োজনে আয়োজিত টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন
পহেলা মার্চ ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টে যুবলীগ নেতা শাহেদুল আলম শাহেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিল সিলভেরলাইন গ্রুপের সিইও আলহাজ্ব হেলাল মোহাম্মদ নূরুি, প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নুরুল আলম, সম্মানিত অতিথি ছিলেন সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ চৌধুরী, ছাত্রনেতার রিয়াজ মহাম্মদ নুরুল রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল কাউন্সিলর আবুল কাশেম, গোলাম মাওলা গোলাপ, রফিকুল আলম চৌধূরী, হেলাল উদ্দিন, আলাউদ্দিন আল রাকিব, আবু তৈয়ব, ক্রীড়াবিদ ইফতেখার উদ্দিন লাভলু, রাশেদুল আলম চৌধুরী, সালাউদ্দিন কাদের, মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এমদাদ হোসেন,ফটিকছড়ি বন্ধু পরিষদ ও ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু,ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেক আলী সিকদার শুভ, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, উদ্বোধনী খেলায় সুন্দরপুর ইউনিয়ন ফুটবল একাদশ, সুয়াবিল ইউনিয়ন ফুটবল একাদশকে 2:0 গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।