আমি স্বপ্ন দেখি আমার একটা ছোট্ট গাঁ হবে,
যে গাঁয়ের গা ঘেঁষে বয়ে যাবে নীল মোহনা।
যেখানে থাকবে নানান মাছের লুকোচুরি খেলা,
থাকবে মোহপাড়ের জেলেদের আনাগোনা।
যেখানে ভেসে বেড়াবে পানকৌড়িদের দল।
দিনশেষে শোভন প্রকৃতিই হবে আসল সম্বল।
মোহনার পাড়ে জন্ম নিবে নানান জাতের ফুল।
ফুলের গন্ধে মুগ্ধ হবে নীল মোহনার কূল।
রোজ প্রভাতে দৃষ্টিগোচর অরুণের বেড়ে উঠা।
শীতল বাতাসে দুলবে রঙ্গন ভরবে হৃদয় কৌটা।
সূর্য হবে ব্যস্থপ্রায় ছড়াতে সোনালী কিরণ।
কানন হতে রেণু ভেদ করে মৌ হবে আহরণ।
পড়ন্ত বিকেলে আকাশ রাঙাবে দূরের রংধনু।
মুগ্ধতা নিয়ে নীড়ে ফিরবে নীল আকাশের ভানু।