নিউজ ডেস্ক: হাটহাজারীর একটি মাদ্রাসায় আট বছর বয়সী ইয়াছিন নামের এক ছাত্রকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের মাওলানা ইয়াহিয়া হাটহাজারী পৌরসদরের কামালপড়ার মারকাযুল ইসলামিক একাডেমি নামের হাফেজি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
বুধবার (১০মার্চ) সন্ধ্যায় গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেছেন। তাঁরা প্রথমে মামলা করতে রাজি না হলেও পরে বুঝিয়ে রাজি করানো হয়। এই মামলায় মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কাল বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (৯ মার্চ) মা বাবার সঙ্গে বাড়িতে চলে যেতে চাওয়ায় হাটহাজারী পৌরসদর কামালপাড়ার মারকাযুল কুরআন ইসলামিক একাডেমিক মাদ্রাসার শিশু শিক্ষার্থী ইয়াছিনের ওপর বর্বর অমানবিক নির্যাতন চালায় মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ইয়াহিয়া। এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে ভাইরাল হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি মেসেঞ্জারে জানতে পেরে মঙ্গলবার রাত ১ টায় মডেল থানার পুলিশ নিয়ে শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে শিক্ষককে আটক করলেও কাল (মঙ্গলবার) রাতেই শিশুর অভিভাবকরা কোনো মামলায় না যাওয়ায় এই বর্বর শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।