সীরাত মঞ্জুর: ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে মধ্যম হরিণাদিঘী ক্রিকেট লীগ’২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় খুলনা টাইটান্সকে ৫৭ রানে পরাজিত করে রাজশাহী কিংস্ জয়লাভ করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তৌফিকুল ইসলাম।
শুক্রবার (১২মার্চ) বিকালে হরিণাদিঘী ভেন্যুতে মাধ্যম হরিণাদিঘী ক্রিকেট এ্যাসোসিয়েশনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
আরমান রিফাতের সঞ্চারনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মহসিন কলেজের মেধাবী ছাত্র আরিফ উল্লাহ।
লন্ডন প্রবাসী ব্যবসায়ী শফিউল আজমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন- ফটিকছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক এন.এম রহমত উল্লাহ, হরিণাদিঘী মাদ্রার সুপার মাওঃ শামসুদ্দিন, আল মাদেজ কো-অপারেটিভ লিমিডেট এর ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট মোরশেদুল আলম ও মাস্টার মোহাম্মদ বাহার উল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী লিয়াক আলী, সাংবাদিক সালাহ উদ্দিন জিকু, প্রভাষক মুহাম্মদ তৈয়ব আলী, সাংবাদিক সীরাত মঞ্জুর, নুরুল আবছার, ইব্রাহিম আরফাত, ফারহান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মধ্যম হরিণাদিঘী ক্রিকেট লীগের প্রতিষ্ঠাতা এরশাদ উল্লাহকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে বিজয়লী দলকে চ্যাম্পিয়ন কাপ তুলে দেয় আমন্ত্রিত অতিথিবৃন্দ।