ব্রেফিং- নতুন করে বিশ্বব্যাপী দিন দিন আবারো বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সাথে সাথে সরকারীভাবেও নেওয়া হচ্ছে কঠোর পদেক্ষপ, বন্ধ করা হচ্ছে সভা সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানগুলো।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৫৪ জন। এবং এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের।
মঙ্গলবার (২৩মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন। মারা গেছেন ৮ হাজার ৭৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে
এর আগে গত বছরের ১৫ জুলাই ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। দীর্ঘ ৮মাস পর নতুন করে আবারো ৩৫৫৪ জনের দেহে সর্বোচ্চ সনাক্ত হয়।