সিরাত মঞ্জুর: ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রথমবারের মত ৩ দিনব্যাপী গ্রন্থমেলায় তরুণ লেখক প্রভাষক মুস্তফা মানিকের রচিত সিক্রেট ম্যাসেজ- বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহানপুর আমজাদ আলী আব্দুল হাই ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জনাব মুহাম্দ মফিজুর রহমান, লেখক শিলা নন্দী, মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক জনাব আহমদ আলী, ফটিকছড়ি সাহিত্য পরিষদের সাবেক সভাপতি জনাব এনএম রহমত উল্লাহ, ছড়াকার সাজেদুল করিম ভুইয়া, লেখক শাহীদুল ইসলাম, কবি শিহাব উদ্দিন রাশেদ, লেখক জনাব রশিদ আহমদ শাহীন।
এছাড়াও সংগঠক সালাহ উদ্দিন জিকু, সাংবাদিক মুহাম্মদ নাছির উদ্দিন, ইরফান উদ্দিন লুৎফর, সাংবাদিক সীরাত মন্জুর, সাংবাদিক ইয়াসির আরাফাত ও মিনহাজুল আবেদীন সহ অারো অনেকেই উপস্থিত ছিলেন।
মুস্তফা মানিক রচিত বইটি মুলত একটি আত্নোয়নমুলক বই। যেখানে জীবনের নানা উত্থান পতনের করণীয়-বর্জনীয় দিক আলোচিত হয়েছে। জীবনকে সফলতার সোনালী আভায় রাঙ্গাতে এই বইটি রাখতে পারে অনবদ্য ভুমিকা।
অমর একুশে গ্রন্থমেলা ২১ এ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ১৪৮ নং স্টল, খুলনা বিভাগীয় বইমেলায় ৪৩,৪৪ নং স্টলে, সিলেট বইমেলার ১২ নং স্টলে পাওয়া যাচ্ছে।
এছাড়া সাতকানিয়া ও ফটিকছড়ি বইমেলায় অক্ষরবৃত্ত ও সাহিত্য পরিষদের স্টলে থাকছে এই বইটি।