ফটিকছড়ি ডেস্ক : মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও মাদ্রাসাশিক্ষার্থীদের হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২এপ্রিল) ফটিকছড়িতেও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতের নেতা কর্মীরা।
শুক্রবার জুমার নামাজের পর মাওলানা আবু মাকনুন মুহাম্মদ আজিজীর পরিচালনায় হাজার হাজার নেতাকর্মীদের অংশ গ্রহনে উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে থেকে এক মিছিল বের হয়।
মিছিল পরবর্তী বাবুনগর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব সভাপতিত্বে এক সমাবেশে অনুষ্টিত হয়।
সমাবেশে উপস্থিত বক্তরা বলেন, ‘গ্রেফতার আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে কোনো পুরুষ থাকতে পারছেন না। প্রকৃত দোষীরা গ্রেফতার না করে, উল্টো ওইদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার-হয়রানি করা হচ্ছে, সরকার মাদরাসা থেকে ছুরি উদ্ধার করে নাটক করে ছাত্রদের সন্ত্রাসী বানানোর চেষ্টা করা হচ্ছে। যেগুলো কোরবানির ছুরি ছিল। যেগুলো না হলে দেশের পশুপাখির গোশত হালালভাবে খেতে পারতেন
এ সময় বক্তারা আরো বলেন, সারা দেশে মাদ্রাসায় যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে এবং নিহতের ঘটনায় সঠিক তদন্ত করে দায়ীদের বিচারের দাবি জানান।
এছাড়া আহতদের সুচিকিৎসার পাশাপাশি বিনা কারণে কোনো নিরাপরাধ মানুষকে যেন হয়রানি করা না হয় সেই দাবি জানায়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এদিকে, হেফাজতের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তায় পুলিশ ও আইনশৃঙ্খলা বহিনী দায়িত্ব পালন করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরহাট বড় মাদরাসার মুহাতামিম মাওলানা হাবিবুর রহমান, কাসেমি, মাওলানা ইহয়াহ, মাওলানা মোজাহের, মাওলানা মাহমুদ শাহ, মুফতি একরাম প্রমূখ।