ইউছুপ আরফাত: ফটিকছড়ি রবিবার করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
দেশেব্যাপী দ্রুত করোনা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মাস্ক বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসাবে আজ রবিবার (৪ এপ্রিল) সকালে ফটিকছড়ি সদর বিবিরহাট বাস স্টেশনে সাধারণ মানুষ ও চালকদের মাঝে মাস্ক বিতরণসহ মাস্ক ব্যবহারে সচেতন করেন।
এ সময় ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসেন মোঃ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন, উপজেলা সহকারী (ভূমি) জিসান বিন মাজেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি থানার এসআই রিদওয়ান, টিকছড়ি হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ মুক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সাধারণ মানুষকে মাস্ক পরিধানের জন্য সরকারি নির্দেশনার প্রতি সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে সরকারি নির্দেশনা কেউ না মানলে যে কোন সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।