ফটিকছড়ি – অক্সিজেন ও খাগড়াছড়ি প্রধান সড়কের ফটিকছড়ি বিবিরহাট বাসস্টেশন রাস্তার দু’পাশ দখল করে অবৈধ ভাসমান দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিভিন্ন ব্যবসার শত শত অস্থায়ী দোকান দখল করে নিয়েছে সড়কের ফুটপাত। অন্যদিকে ফুটপাতে যত্রতত্র গাড়ি পার্কিং করা হয়। বাস-সিএনজি অটোরিক্সা স্টেশনে থামাতে সৃষ্টি হয় জেম, ফলে ফুটপাতে সাধারণ পথচারীদের হাঁটা-চলায় চরম ভোগান্তির শিকার হতে হয়।
আজ রবিবার (৪ এপ্রিল) এই সব অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন।
ইউএনও মো: সায়েদুল আরেফিন বলেন, ফটিকছড়ি – অক্সিজেন ও খাগড়াছড়ির মহাসড়কের দুইপাশে অবৈধ ফুটপাত গড়ে উঠায়, বাসসহ যানজটের সৃষ্টি হয় আর এই যানজট নিরসনে, প্রধান সড়কের আশেপাশে যে অবৈধ ফুটপাতে গড়ে উঠা দোকানপাট এর অংশ রয়েছে সেগুলো উচ্ছেদ করে প্রবাস রাখার নির্দিষ্ট স্থান করে দেওয়ার জন্যই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিল ফটিকছড়ি উপজেলা সহকারী ( ভূমি) জিসান বিন মাজেদ, উপজেলা চেয়ারম্যান হোসেন মোঃ আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি হাইওয়ে পুলিশের অফিসার মুক্তার হোসেন, ফটিকছড়ি থানার এস আই রিদুওয়ানু আলমসহ ফটিকছড়ি থানা ও হাইওয়ে পুলিশের থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।